![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতোমধ্যে দুবাইতে পা রেখেছে বাংলাদেশ দল। যেখানে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এর আগেরদিন টুর্নামেন্টটির পর্দা উঠবে পাকিস্তানের করাচিতে। আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নিয়েই বাংলাদেশসহ প্রত্যেক দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে। এরপর প্রতি ম্যাচ জয়ের জন্য বাড়তে থাকবে সেই অঙ্কটা।
২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। ৮ দলের এই বৈশ্বিক প্রতিযোগিতায় আগের চেয়ে প্রাইজমানি বাড়ানো হয়েছে ৫৩ শতাংশ। এবার মোট আর্থিক পুরস্কার থাকছে ৬.৯ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। দেশ ছাড়ার আগে নিজেদের সামর্থ্য আছে জানিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সেই স্বপ্ন পূরণ করা কঠিন, তবে ইতিহাস গড়তে পারলে সবমিলিয়ে বাংলাদেশের ৩০ কোটি টাকা জেতার সুযোগ রয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে– চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানিতে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। রানার্সআপ হওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। অর্থাৎ, তারা পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।
এভাবে তৃতীয় থেকে অষ্টম অবস্থান পর্যন্ত থাকা প্রত্যেক দলের জন্যই থাকছে নির্দিষ্ট অঙ্কের আর্থিক পুরস্কার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় ও চতুর্থ স্থানধারী দুই দল পাবে সমান ৫ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা করে।
এ ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্যও থাকছে আর্থিক পুস্কার। প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে। এর সঙ্গে যুক্ত হবে গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের আলাদা অর্থ। প্রতি ম্যাচে বিজয়ীরা ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা করে পাবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর