
নীলফামারীর কিশোরগঞ্জে সোহাগিনী নামে এক বৃদ্ধা নিজেই নিজের গলা কেটেছেন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকারপাড়া গ্রামে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগিনী (৫৫) উত্তর দুরাকুটি গ্রামের সুলতান হোসেনের স্ত্রী।
গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, সুলতান হোসেন বাজার থেকে মুরগী কিনে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী সোহাগিনী একটি ধাড়ালো দা দিয়ে নিজের গলা কেটে বসে আছেন।
এটি দেখে সুলতান চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল হতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ও ঘটনাস্থল পরিদর্শন করে।
গ্রামবাসী আরও জানান, সোহাগিনী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছে। অন্যদিকে এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে পুলিশ সূত্র জানায়।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নোবেল জানান, তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন বলেন, সোহাগিনী মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। তার স্বামী একজন বাঁশ শ্রমিক। তার ব্যবহৃত দা দিয়ে সোহাগিনী এ ঘটনা ঘটিয়েছে।
এসআই মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল হতে লাশ উদ্ধার করা হয়েছে। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী বলছে। সে তার নিজেই নিজের গলা কেটেছে বলে এলাকাবাসীর দাবি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে শুনেছি সে মানসিক ভারসাম্যহীন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা দা টি উদ্ধার করাসহ এ ঘটনায় তদন্ত করছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর