![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
আর মাত্র ৪ দিন পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামবে পাকিস্তান। তার আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাবর-রিজওয়ানরা। যেখানে নতুন রেকর্ড গড়েছেন বাবর। ওয়ানডেতে দ্রুততম ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কিউইদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৪৩ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান। এদিন ৩৪ বলে ২৯ রানের ইনিংস খেলেন বাবর আজম। এতে ১২৩ ইনিংসে ওয়ানডেতে দ্রুততম ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যা দ্রুততম হিসেবে যৌথভাবে হাশিম আমলার সঙ্গে সমান।
তবে দ্রুততম ৫০০০ রান করার কৃতিত্ব এককভাবে ধরে রেখেছেন বাবর আজম। মাত্র ৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি, যেখানে আমলা এটি করেছিলেন ১০১ ইনিংসে। এছাড়া ১১৪ ইনিংস করে ৫০০০ রান পূর্ণ করেছেন ভিভ রিচার্ডস, বিরাট কোহলি ও শাই হোপ।
প্রতি হাজার রান করার ক্ষেত্রে বাবরের ইনিংস সংখ্যা- প্রথম ১০০০ (২১ ইনিংস), ২০০০ (২৪ ইনিংস), ৩০০০ (২৩ ইনিংস), ৪০০০ (১৪ ইনিংস), ৫০০০ (১৫ ইনিংস) ও ৬০০০ (২৬ ইনিংস)। দেখা যাচ্ছে, ৫০০০ থেকে ৬০০০ রান তুলতে বাবরের সবচেয়ে বেশি ইনিংস লেগেছে ২৬টি।
ওয়ানডেতে দ্রুততম ৬০০০ রান করা ব্যাটারদের মধ্যে বাকিরা হলেন- হাশিম আমলা (১২৩ ইনিংস), বিরাট কোহলি (১৩৬ ইনিংস), কেন উইলিয়ামসন (১৩৯ ইনিংস) ও ডেভিড ওয়ার্নার (১৩৯ ইনিংস)।
এ ছাড়াও দেড়শর কম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন শিখর ধাওয়ান (১৪০), ভিভ রিচার্ডস (১৪১), জো রুট (১৪১), কুইন্টন ডি কক (১৪২), সৌরভ গাঙ্গুলি (১৪৭) ও এবি ডি ভিলিয়ার্স (১৪৭)।
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যাশিত বড় ইনিংস খেলতে না পারলেও, পরিসংখ্যান বলছে বাবর আজমের ধারাবাহিকতা ও সামর্থ্য এখনও শীর্ষ পর্যায়ে রয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে এই রেকর্ড নিঃসন্দেহে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর