![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
কোন দিন কিংবা দিবসে সন্তানরা কোন খোঁজ খবর রাখেন না বৃদ্ধাশ্রমে তারা কেমন আছে। তারা বাবা মা হিসেবে পান না সন্তান, নাতি নাতনীর আদর যত্ন।
সন্তানের আদর, যত্ন আর অবহেলায় বাবা মায়েদের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ফলে তাদের যেন সুখ দুঃখ হয়ে উঠেছে বৃদ্ধাশ্রমটি। সেই বৃদ্ধাশ্রমটিতে বসবাসরত ৪৫ বাবা মায়েদের সাথে ভালবাসা দিবসে আনন্দ উল্লাস, ভাল লাগার গল্পে মেতে উঠেছিল সরকার মটরস ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা।
শুক্রবার বিকালে ভালবাসা দিবস উপলক্ষ্যে ওই সকল বাবা মায়েদের ভাল ভাল খাবারসহ গিফট বক্স নিয়ে হাজির হন তারা। তারা তাদের সাথে বিনিময় করেন ভালবাসা ও বসন্ত শুভেচ্ছা।
বিশ্ব ভালবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে তাদের এ পরিকল্পনা ও বাস্তবায়ন। তারা মটর সাইকেল বহর নিয়ে দুপুরের পর কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রমে আসেন। ওই সব অবহেলিত বাবা মায়েদের সাথে খোশ গল্প আড্ডা দেন।
পরে তারা তাদের নিজের হাতের রান্না করা খাবার খাইয়ে দেন বৃদ্ধাশ্রমে বসবাসরত বাবা মায়েদের। এছাড়াও তারা কাপড়, সাবান, তেল, ক্রিম, খাদ্য সামগ্রীসহ নিত্যপব্যবহার্য পণ্য তাদের হাতে তুলে দেন।
সরকার মটরস ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা জানান, অবহেলিত ও অসহায় মানুষেরা ভালোবাসা ও যত্ন পায় সে লক্ষ্যেই ভালবাসা দিবসে আমাদের এ উদ্যোগ। ভালোবাসা দিবসে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে এই বিশেষ আয়োজন।
বিত্তবানদের এরকম মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সন্তানদের অযত্ন-অবহেলার শিকার বাবা-মায়েদের সঙ্গে ভালোবাসা বিনিময় করে আমাদের খুবই ভাল লাগছে।
নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজু জানান- আজ ভালবাসা দিবস উপলক্ষ্যে তারা বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েদের সাথে ভালবাসা বিনিময় করেছেন। গল্প আড্ডা দিয়েছেন।
এতে সকলেই খুব খুশি হয়েছে। আমি সমাজের সকলকে এরকম মানবিক কাজ করার আহ্বান জানাচ্ছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর