![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভ্যান রেখে জুম্মার নামাজ পড়তে গিয়ে ফিরে এসে দেখেন ভ্যানটি নেই। একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে হয়ে যান দিশেহারা।
সেই দিশেহারা ভ্যান হারানো দেলোয়ার পেলো আশার আলো নতুন ভ্যান। তাকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সেবা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ব্যাটারি চালিত একটি নতুন ভ্যান উপহার দেন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে তাকে এই ভ্যান উপহার দেওয়া হয়।
সূত্র জানায়, গত শুক্রবার কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মসজিদে নামাজ পড়ার জন্য ভ্যানটি রেখে যান। নামাজ শেষে ভ্যান চালক দেলোয়ার হোসেন সেখানে এসে ভ্যানটি দেখতে না পেয়ে কান্না কাটি করতে থাকেন। তখন কিছু লোক ছুটে এসে তার ঘটনা শুনে ভ্যানটি অনেক খোঁজাখুঁজি করেন।
ভ্যানটি না পেয়ে একমাত্র উপার্জনের হাতিয়ার ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন দেলোয়ার। ঘটনাটি শুনে সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিক শাহ্ চিত্রটি সামাজিক হেন্ডেলে তুলে ধরেন। এতে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাকে সে অর্থ দিয়ে নতুন ব্যাটারি চালিত ভ্যান উপহার দেয়া হয়।
ভ্যানটি তার হাতে তুলে দেন সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিক শাহ্ ও সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা রেদোয়ান সিদ্দিকী।
বাহাগিলী ইউনিয়নের ভ্যান চালক দেলোয়ার হোসেন নতুন ভ্যান পেয়ে আনন্দিত হয়ে উঠে। তিনি আনন্দে বলেন, মানুষ মানুষের জন্য। আজ আমার জন্য আপনারা যা করলেন তা সারা জীবন মনে রাখবো। এ ভ্যানটি না পেলে আমি ও আমার পরিবার কীভাবে চলতো আমার জানা ছিল না।
এদিকে ভ্যান হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক আব্দুল লতিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোতালেব হোসেন, ইমরান হোসেন ইমু, বাহাগিলী ইউপির ২নং ওয়ার্ড সদস্য স্বপন রানা, সেবা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর