
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের ৫ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। গত শুক্রবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর কুতুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জলিবিলা গ্রামের মান্দার আলীর ছেলে ভেটে আক্তার(৩৯), আলমডাঙ্গা ১ নম্বরের ভাংবাড়ীয়া ইউ.পি যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মৃত বাদলের ছেলে উজ্জল আলী (৩৭), জীবননগর ২ নম্বর আন্দুলবাড়ীয়া ইউ.পির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি বিদ্যাধরপুর গ্রামের আবুছার মণ্ডলের ছেলে ওসমান গণি (৫০), দর্শনা পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক ও সাবেক কাউন্সিলর শ্যামপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন( ৩২), নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি দোস্ত গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলি আকবর (৩৭)।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার ৪ টি থানার দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই গ্রেফতারি অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর