![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী হারুন-অর রশীদ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন ও আহত হারুনর রশীদ উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ফজর নামাজ পড়ে স্বামী-স্ত্রী দুইজন মিলে বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হয়। এসময় তারা ছালাভরা বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক জুলেখা ও তার স্বামীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুলেখার মৃত্যু হয়।
গুরুতর আহতবস্থায় জুলেখার স্বামীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাজিপুর থানার তদন্ত ওসি লাল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ফজর ওয়াক্তের পরে এই ঘটনা ঘটার কারণে ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর