
বরগুনায় পাঁচটি সংসদীয় আসনের দাবীতে মতবিনিময় করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা করা হয়। সভাপতিত্ব করেন, বরগুনা জেলার সংসদীয় আসন পুনর্বণ্টন কমিটির আহবায়ক মোঃ নুরুল আমীন।
আলোচনা করেন, বরগুনা জেলা বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এজেডএম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সাংবাদিক চিত্তরঞ্জন শীল ও জাকির হোসেন মিরাজ।
আলোচকদের দাবী বরগুনায় একসময় তিনটি সংসদীয় আসন ছিল। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দুটো আসন করা হয়েছে। তিনটি নদী দ্বারা বেষ্টিত ৬টি উপজেলার আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে ৫টি আসন করা জরুরি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর