
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা-কলিমহর ও বাবুপাড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় বেজবাড়া বাজারে শনিবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ৩ নারী আহত হয়ে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বাজারের ব্যবসায়ী হেকমত মালের পল্টী মুরগির দোকান ভাঙচুর ও মুরগি লুট, আশিকের কসমেটিক্স’র দোকান ভাঙচুর নগদ টাকা, কম্পিউটার, মূল্যবান জিনিসপত্র লুট করে ব্যাপক ভাঙচুর, ওহিদুল ইসলামের ভ্যারাইটিজ স্টোরে হামলা ভাঙচুর ও শহিদুল ইসলামের দোকান ভাঙচুর নগদ টাকা লুট, ফিজ্রসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলামসহ দোকান মালিকরা।
এ ব্যাপারে শহিদুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, আমরা চরম ক্ষতির শিকার হয়েছি। শহিদুল বলেন আমার মামা বদর’র নির্দেশে বদর, বাবু, লিটন, মুরাদ, হুসাইন, শামীম, রায়হানসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রস্বত্র নিয়ে শনিবার সন্ধ্যার কিছুসময় আগে আমাদের দোকানে হামলা করে আমাদের ব্যাপক ক্ষতি সাধান করেছে এ ঘটনায় আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুর রহমানসহ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় পাংশা হাসপাতালে চিকিৎসা নেওয়া তিন নারী শাহানা খাতুন, পলী ও রাখি খাতুন।
স্থানীয়রা জানান সন্ধ্যারকিছু সময় আগে ফিল্ম স্টাইলে ২০/২৫ জনের একটি দল বাজারে এসে ভাঙচুর শুরু করে এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিক বিদিক ছুটতে থাকে, তারা বলেন দীর্ঘদিন ধরেই এ এখানে জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে, বিষয়টি নিরপেক্ষ ভাবে কেউ সমাধান করতে এগিয়ে আসে না, আসলেই পক্ষ নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধিয়ে চলে যায়।
প্রকৃতপক্ষে কাগজপত্র দেখে সুষ্ঠু সমাধান করা জরুরি না হলে বড় ধরনের সহিংশুতা হতে পারে। সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেব্রত সরকার বলেন-ঘটনা স্থল পরির্দশ করে ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
এ ব্যপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহম্মেদ বলেন- এ সংবাদ পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর