
নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে নাগেশ্বরীর সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৮) কে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টায় নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম গোয়েন্দা তথ্যের উপর অভিযান পরিচালনা করে ‘ডেভিল হান্ট’ অভিযানের তাকে আটক করা হয়।
পরে তাকে নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা,গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত মোহাম্মদ হোসেন ফাকুকে প্রথমে নাগেশ্বরী থানায় নেয়া হয়, পরে সকাল ১১টায় তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয় বলে খবরটির সত্যতা নিশ্চিত করেন নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম রেজা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর