
নীলফামারীর ডোমারে শিশু পার্ক স্থাপনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার সকালে ডোমার রেলগেট মোড়ে “ডোমারবাসীর” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্কুল- কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এনটিভির জেলা প্রতিনিধি ইয়াসীন মুহাম্মদ সিথুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, বিএনপি নেতা মামুনুর রশীদ বসুনিয়া সজিব, স্বেচ্ছাসেবক দল নেতা রিমুন, মজিদুল ইসলাম প্রমূখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর