
নাটোরের বাগাতিপাড়ায় বাবার করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছেলের নাম সেজান মাহমুদ। তিনি উপজেলার কসবা মালঞ্চি এলাকার মিন্টু আলির ছেলে। সেজান ছাত্রলীগের ক্যাডার বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সেজান দীর্ঘদিন থেকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন। শুক্রবার সকালে বাড়িতে পরিবারের সাথে খাবার সময় বাকবিতন্ডার জেরে সেজান তার বাবা মিন্টুকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপ দিলে তা ছুটে গিয়ে তার দাদি রক্তাক্ত হয়। পরে তার বাবা মিন্টু বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করলে থানা পুলিশ তাকে রবিবার দুপুরে গ্রেপ্তার করে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর