
যশোরের চৌগাছায় ৩ কৃষকের পানের বরজ আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। ভুক্তভোগী কৃষকরা এ ক্ষতির কারণে দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে পানের বরজে আগুন ধরে যায়। কিন্তু স্থানীয় বিদ্যুৎ বিভাগ বিষয়টি মানতে নারাজ। বিদ্যুৎ বিভাগ বলছেন বৈদ্যুতিক কারণ নয় অন্য কোন কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভােগী কৃষকরা।
স্থানীয়রা জানান, চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের মাঠে কৃষক মিজানুর রহমান, মাহাবুর রহমান ও সেলিম রেজা ১০ কাঠা করে মোট ৩০ কাঠা জমিতে পান চাষ করেছে। দুই বছর পর্যন্ত পানের বয়স হয়েছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, শনিবার বিকালে হঠাৎ পানের বরজে আগুন ধরে যায়। পানের বরজের নিকটে বৈদ্যুতিক পিলারে ট্রান্সফরমার রয়েছে। সেটি ব্লাস্ট হয়ে আগুন ধরে মুহূর্তে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পানের বরজ দাউদাউ করে জ্বলতে থাকে। তাঁদের চোখের সামনে নিজেদের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। তারপরও তারা কিছু করতে পারেনি। ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হবে বলে চাষীরা জানান।
এ বিষয়ে পুড়াপাড়া বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জনি বলেন, বৈদ্যুতিক ও ট্রান্সফরমার ব্লাস্টের কারণে আগুন লাগেনি। ফেলে দেয়া বিড়ি সিগারেটের আগুনে এটা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি আশ্বাস দেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর