
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস- ২০২৫ আয়োজন উপলক্ষ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভার আয়োজন করে। এতে ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ওই ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংক্ষিপ্ত অমর একুশে উদযাপনে সংক্ষিপ্ত আহ্বান জানিয়ে শেষ করা হয়। এসময় ছাত্রসংগঠনগুলোর কেউ কোন মন্তব্য বা অভিমত না জানিয়ে সমাবেশ স্থল ত্যাগ করেন।
জানা যায়, সভায় ছাত্রশিবিরের উপস্থিতির বিষয় নিশ্চিত হলে ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্র মৈত্রীসহ অপরাপর ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠন সভা বর্জন করে মিটিং স্থল ত্যাগ করে।
সভায় উপস্থিত থাকা ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাথে ছাত্র ইউনিয়ন কোন আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। শুধু মুক্তিযুদ্ধে গণহত্যা নয়, ছাত্র শিবিরের সুদীর্ঘ সন্ত্রাসের ইতিহাস রয়েছে। ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্র মৈত্রীসহ অনেক ছাত্র সংগঠনের কর্মীর রক্ত লেগে আছে এই ছাত্র শিবিরের হাতে। গণহত্যাকারী, সন্ত্রাসীর সাথে কোনো আলোচনা নয়।
এদিকে ছাত্র ইউনিয়ন, ঢাবি সংসদের সদস্য এনামুল হাসান অনয় বলেন, ভাষা আন্দোলন করা ভুল হয়েছে এই বক্তব্য দেওয়া কুখ্যাত রাজাকার গোলাম আজমের রাজনৈতিক উত্তরাধিকার ছাত্র শিবিরকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজনের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তা আমাদের সামনে পরিষ্কার করতে হবে। গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণে প্রধান বাধা গণতান্ত্রিক শক্তি। ছাত্র ইউনিয়ন কখনো মুক্তিযুদ্ধ শক্তির সাথে আপস করবে না।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর