
আজ সন্ধ্যা অনুমান ৯ ঘটিকার সময় এমন ঘটনা ঘটে বরগুনা পৌরসভার বাগানবাড়ি এলাকায়। হত্যাকারী মোঃ আবুল কালাম (৩৫) বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়ক বড়িয়ালপাড়া আব্দুল করিম আকনের ছেলে, তার স্ত্রী আসমা আক্তার পুতুল (৩০) বরগুনা চান্দখালীর বকুলতলী মো. ইউনুস এর মেয়ে। পারিবারিক ভাবে তাদের ২০১১ সালে বিবাহ হয়।
আবুল কালাম ও আসমা আক্তার এর বৈবাহিক জীবনে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে, তার মেয়ে রাকা মনির (১২) জানান, আমার বাবা ও মায়ের মধ্যে হাতের রুলি বানানোর টাকা নিয়ে ঝামেলা চলছিলো, এ নিয়ে কয়েকবার তাদের মধ্যে মারামারি হয়েছে, আজ সন্ধ্যায় আমাকে আমার বাবা ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই কান্না করছে পাশের রুমে গিয়ে দেখি আমার মা জবাই করা অবস্থায় পড়ে রয়েছে, আমার মাকে আমার বাবা চাকু দিয়ে শরীরের অনেক জায়গায় কুপিয়েছে, আমার মাকে মেরে ফেলে রেখে আমার বাবা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে, আমি কিছু বুঝে ওঠার আগেই কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে আমার মাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেছে।
এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইন চার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, আবুল কালাম নামের একজন থানায় এসে আত্মসমর্পণ করে এবং তিনি জানান তিনি তার স্ত্রীকে খুন করে এসেছেন, পরে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠাই, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তবে কি কারণে হত্যা করেছে এ বিষয়ে এখনো সঠিক কোন তথ্য পাওয়া যায়নি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর