
সারাদেশের মতো ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গা আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। রবিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- সদর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মি হাটকালুগঞ্জের নুর আলম তরফদার (৫১), আলমডাঙ্গা ১৪ নং চিৎলা ইউ.পি স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কুলপালা গ্রামের সরোয়ার জাহান (৩৭), দামুড়হুদা ৮ নং নাটুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি চন্দ্রবাস গ্রামের হাসানুজ্জামান পিন্টু (৪৯), দর্শনা ৪ নং কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের এর ১ নম্বর ওয়ার্ড সভাপতি প্রতাপপুর গ্রামের আব্দুস কুদ্দুস (৫৫)।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার ৪ টি থানার দায়েরকৃত মামলার আসামি তাঁরা। আসামিদের গ্রেফতার দেখিয়ে দ্রুত সময়ে আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর