
পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অদ্য রবিবার (১৬ ফেব্রুয়ারি) তারিখে সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম মহোদয় এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জব্বার হোসাইন।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
মোবাইল কোর্টে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, নেত্রকোণা জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং নেত্রকোণা পুলিশ লাইন্স ও কলমাকান্দা থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
উক্ত মোবাইল কোর্টে ৫টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমোট ৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ০১টি ইটভাটার কিলন ভেঙ্গে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর