
জা গো নি উজ ও খ বরের কা গজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মামলা থেকে ওই সাংবাদিকের নাম প্রত্যাহারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা।
বক্তরা বলেন, ইতোমধ্যে জা গো নিউ জ ও খব রের কা গজে নোয়াখালী একাধিক দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তারা সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ঘায়েল করার ষঢ়যন্ত্র করেছেন। সর্বশেষ নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ন নিয়ে লেখার কারণে চাটখিল থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আসামি করে হয়রানি করা হচ্ছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে চাটখিল থানার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে পিস্তল, ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি ৮৪ জনকে আসামি করে শ্রমিকদল নেতা মাসুদ আলম থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।
মানববন্ধনে এ খন টি ভির প্রতিনিধি নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন, কা লের ক ন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, নোয়াখালী টি ভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, প্র থম আ লোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, ডে ইলী স্টা র ও সম কা লের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, এ কাত্তর টি ভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডে ইলী পো স্টের প্রতিনিধি শাহাদাৎ বাবু, কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির, নাগরিক কমিটির সদস্য তুহিন ইমরান প্রমুখ।
এসময় স ময় টি ভির স্টা ফ রিপো র্টার সাইফুল্যাহ কামরুল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন ভুইয়া, নিউ জ ২৪ ও বাংলাদেশ প্রতি দি নের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এ সএ টি ভির প্রতিনিধি আবদুর রহিম বাবুল, সকালের সম য়ের প্রতিনিধি মো. সেলিম, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, দী প্ত টি ভির প্রতিনিধি রিফাত মির্জা, একু শে টিভি র প্রতিনিধি আরেফিন শাকিল উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর