
নাটোরে প্রথম ভোটের মাধ্যমে নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ শাখার ছাত্রদলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস এম যুবায়ের ও সাধারণ সম্পাদক মীর হাবিব (সাদ্দাম হোসেন) নির্বাচিত হয়েছে।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুল ইসলাম ঘোষণা করেন।
নির্বাচন পরিদর্শন করেন- কেন্দ্রীয় বিএনপির নেতা এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ নেতৃবৃন্দ।
প্রথম এ নির্বাচনে ৪৩১ জন শিক্ষার্থী ভোট প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে এস এম যুবায়ের পেয়েছেন ২৫৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এজাজ আহমেদ পরাগ পেয়েছে ৭৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মীর হাবিব সাদ্দাম হোসেন পেয়েছে ১৯১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল রানা পেয়েছে ৬৭ ভোট। দুই পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশন ও জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম বলেন, নাটোর এনএস কলেজের শাখায় আজ ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাদের পচ্ছন্দেরর প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা বিগত সাড়ে ১৫ বছর অবৈধ আওয়ামী লীগ সরকার ভোট ব্যবস্থাপনা নষ্ট করেছিল। সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষ ভাবে নির্বাচন হয়েছে। এ কমিটি আগামী দিনে ছাত্রদলকে আরও সাংগঠনিক ভাবে এগিয়ে নিয়ে যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর