
আওয়া মীলীগ কখনো বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করেনি, হাসিনা ভারতের দালালি করার জন্য আওয়ামী লীগের রাজনীতি করেছে, যার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় গেলে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোদি জ্বি মোদি জ্বি করে ব্যানার নিয়ে স্বাগতম জানিয়েছেন। হাসিনার প্রেম ভারতের সাথো এখন কি ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখবে নাকি খুনি হাসিনার সাথে সম্পর্ক রাখবে সেটা ভারত সরকারকই ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায় রাখা ও আইনশংখলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবীতে নেত্রকোনা জেলা বিএনপির ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রিন্স।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জেলা বিএনপির আহবায়ক ডাক্তার অধ্যাপক আনায়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয় খুনি হাসিনার পথন হয়েছে। সারা বিশ্ব হাসিনা খুনি হিসেবে স্বীকৃত, তাই এই খুনিক ভারত বাংলাদশর কাছ ফিরিয়ে দিয়ে বাংলাদেশের সাথ সম্পর্ক উন্নয়ন করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবী জানান আগামী ডিসেম্বর মাসের মধ্যই জাতীয় নিবার্চন দেয়াড়, অন্যথায় আবারও রাজপথ আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটি যুগ-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সমাবেশে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ. টি. এম আব্দুল বারী ড্যানী, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, সাবেক এমপি রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সমাবেশে জেলার দশ উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর