
তিস্তা বাঁচাও আন্দোলনের উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে ২ দিন ব্যাপী লাগাতার কর্মসূচির ১ম দিন জনতার সমাবেশে উত্তাল হয়েছে সুন্দরগঞ্জ।
সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর এলাকার তিস্তা ব্রীজ সংলগ্ন এলাকায় সোমবার সকাল থেকেই ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’- স্লোগানে প্রকম্পিত তিস্তার দুই তীর। শুকিয়ে যাওয়া তিস্তায় জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরবঙ্গের হাজারো মানুষ। কেউ হেঁটে, কেউবা নৌপথে এসে মিছিলে যোগ দিচ্ছেন। ব্যানার-ফেস্টুন নিয়ে‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ ব্যানারে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিবাদ সমাবেশ।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন - বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডাঃ জিয়াউর হক জিয়া, সহ বিএনপির জেলা উপজেলার নেতৃবৃন্দগন।
আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানির প্রবাহ ব্যাহত হচ্ছে, আর এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তারা দাবি করছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর