
বান্দরবানের লামায় আব্দুল জব্বার নামে এক ইউপি মেম্বারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় এই আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ইউপি মেম্বারকে লামা থানা হেফাজতে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, লামার ৫নং সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জব্বার ভুয়া জন্মসনদ তৈরি করে তার স্ত্রীকে ভোটার করার চেষ্টা করে। ভুয়া জন্মসনদের বিষয়টি বুঝতে পেরে উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেদারুল ইসলাম আমাদের অবহিত করেন।
বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত মেম্বারকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২ (২) ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত ইউপি মেম্বার আব্দুল জব্বার থানা হেফাজতে রয়েছে। তাকে মঙ্গলবার বান্দরবান জেল হাজতে পাঠানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর