
নাটোরের গুরুদাসপুরে ‘উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক’এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
অন্যদের মধ্যে নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান (ডিডি), সহকারি পরিচালক শাহাদৎ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ওসি গোলাম সারওয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর