
রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনে জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন মনিমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিক ইমরান হোসেন মনিমের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে কিন্তু এখনও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির কথা জানিয়েছেন তারা।
সাংবাদিক ইমরান হোসেন মনিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাজবাড়ীর কালুখালী উপজেলার চরপাতুরিয়া বালু মহালের ইজহারকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পেশাগত কাজে ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন মোনিমের উপর হামলা করে এবং এলোপাতাড়ি ভাবে মারধোর করে কোন দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে জখম করা হয়। পরে স্থানীয় সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা'র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, কা লের ক ন্ঠের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন, স মকা লের জেলা প্রতিনিধি শৈমিত্র শীল, চ্যা নেল টু য়েন্টি ফোর টেলিভিশনের স্টাফ রির্পোটার সুমন বিশ্বাস, যমু না টেলি ভিশনের রুবেলুর রহমান, বৈশা খি টেলিভিশনের আজু শিকদার, একা ত্তর টেলিভিশনের প্রতিনিধি মেহেদী হাসান, বিডি২৪লাইভ ডট কমের প্রতিনিধি মাসুদ রেজা শিশির, সাংবাদিক ফজলুল হক, শহিদুল ইসলাম, ইউসুফ মিয়া, শেখ আলী আল মামুন প্রমুখ। এ কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর