
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত। এতে দলটির স্মরণকালের সেরা জমায়েত করতে দেখা গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশ শেষ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে দলটি।
জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের সঞ্চালনার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি কামরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, 'ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া মামলায় অন্যায় ভাবে জামায়াত নেতাকে কারাগারে প্রেরণ করা হয়। আমরা মাঠে থেকে স্বৈরাচার হটিয়েছি। এরপর অনেকেই মুক্তি পেয়েছে কিন্তু আমাদের জামায়াত নেতাকে মুক্তি দেওয়া হয়নি। আমরা বৈষম্যের শিকার হয়েছি। অনতিবিলম্বে আমাদের জামায়াত নেতাকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙে তাকে মুক্ত করা হবে।'
এ সময় জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মাওলানা জাকিরুল ইসলাম খান, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট সালাহ উদ্দিনসহ হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর