
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী মজলুমর জননেতা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের মুক্তির সোপানে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের সভাপতি মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী শহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড. নাজিম উদ্দিন, পৌর আমির অধ্যক্ষ আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ নেতা জাহিদুল ইসলাম, উল্লাপাড়া জামায়াতের সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন ও পৌর শিবিরের সভাপতি শামীম রেজা প্রমুখ।
এসময় বক্তারা যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দণ্ড নিয়ে জেলহাজতে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী মজলুমর জননেতা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করেন। একই সাথে দ্রুত জামায়াতের নিবন্ধন ফেরতের আহ্বান জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর