
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিরেন (২১) নামে এক যুবককে মাদক সেবনকারী হিসেবে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবনকারী বিরেন রায়কে মাদকসহ আটক করেন রানীশংকৈল থানা পুলিশের একটি দল।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসানের আদালতে উপস্থিত করা হলে আদালতের বিচারক মাদক সেবনকারী বিরেন রায়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বিরেন রায় উপজেলার গোগর এমপাড়া গ্রামের মৃত কালু দাসের ছেলে।
রাণীশংকৈল থানার ওসি মুহা: আরশেদুল হক জানান, উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর এমপাড়া গ্রামে এক যুবক মাদক সেবন করছেন। এমন একটি গোপন খবরে অভিযান চালায় রাণীশংকৈল থানা পুলিশ। পরে ওই এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে বিরেনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসহ আটক বিরেনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রকিবুল হাসান তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, ওই মাদক সেবনকারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে ৩ মাসের জেল দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর