
পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, দীর্ঘ দিন পর পাংশা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা, আগামী দিনে বাজার বণিক সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। সকল মহলেই চলছে আলোচনা।
এ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: দেলোয়ার সরদারের গরুর গাড়ি মার্কার জন জোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার শহরে খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন জায়গায় মিছিল ও গণসংযোগ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সন্ধ্যায় পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, বিএনপি নেতা হাফিজুর রহমানসহ নেতাকর্মীরা বাজারে গণ সংযোজন করে গরুর গাড়ি মার্কায় ভোট প্রার্থনা করেছেন।
দেলোয়ার সরদার বলেন, আমার পিতা মরহুম আব্দুল আজিজ সরদারের রেখে যাওয়া বণিক সমিতিকে আমি আরো এগিয়ে নিয়ে যেতে এ পদে প্রার্থী হয়েছি। এ বাজারের ব্যবসায়ীদের অতি আপন মানুষ ছিলেন আমার পিতা আজিজ সরদার। আমি তার সন্তান হিসেবে নির্বাচন করেছি। তাই আমাকেও আপন মনে করে আপনাদের ভোট দেবেন। আমি আপনাদের ভাই, ভাতিজা, বন্ধু হিসেবে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি যদি জিততে পারি তাহলে রাত-দিন নাই আমি শুধু আপনাদের ডাকার অপেক্ষায় থাকবো। যখনই ডাকবেন আমি তখনই আসবো।
তফসিল অনুযায়ী আগামী ২২ ফ্রেরুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নির্বাচনে ১১ পদে ৩৮ জন প্রার্থী নির্বাচনে লড়ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর