
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নাসিম উদ্দীন নাসিম, সাধারণ সম্পাদক পদে এসএম কামাল হোসেন নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে প্রধান নির্বাচন কমিশন এড.মুক্তার হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিদর্শন করেন, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রওশন আলী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন, এলজিডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান, এনডিসি মো.রাসেদুল ইসলাম।
নির্বাচনে সভাপতি পদে মো.নাসিম উদ্দীন নাসিম (বাংলাদেশ প্রতিদিন ও নিউজটুয়েন্টি২৪) ও সাধারণ সম্পাদক পদে এস এম কামাল হোসেন (ভোরের দর্পণ) নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. আলী সুফি সান্টু (সময়ের আলো), যুগ্ম সম্পাদক পদে মো.লিটন হোসেন লিমন (ঢা কা মেইল), কোশাধ্যক্ষ পদে কালিদাস রায় (জনকণ্ঠ), অফিস সম্পাদক পদে খন্দকার শাসছুজোহা (আজকের দর্পণ), ক্রীড়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মো. ওমর ফারুক তালুকদার (বার্তা রাজশাহী), নির্বাহী সদস্য পদে মো.শফিকুল ইসলাম (আলোকিত সকাল), নির্বাহী সদস্য পদে মেহেদী হাসান বাবু (বাংলাটিভি)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন এড. মুক্তার হোসেন (প্র থ ম আলো), সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আশরাফুল ইসলাম (যায় যায় দিন) ও মো. নাজমুল ইসলাম (মানবকণ্ঠ)।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর