
ঢাকার ধামরাইয়ে মুদি দোকান ও খাবার হোটেলে অভিযান পরিচালনা করে ৪টি দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ধামরাই উপজেলার কালামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারি পরিচালক ফাহমিনা আক্তার ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সিকদার শাহিনুর আলম এ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান,বাজারে তেলের মূল্য নিয়ে কারসাজি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মুদি দোকান-খাবার হোটেলে অভিযানে ইকবাল স্টোর ২০ হাজার টাকা, মেসার্স হাজী রফিকুল স্টোর ২০ হাজার টাকা, তৃপ্তি হোটেল ১০ হাজার টাকা ও হাজী হোটেলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়। মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, সঠিক ওজনের পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণ না করা, ব্যবসার লাইসেন্স গ্রহণ এবং হালনাগাদ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর লিফলেট বিতরণ করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর