
এই বসন্তে বায়োজিন নিয়ে এসেছে “বসন্ত বিলাস” বিশেষ অফার। এই অফার বায়োজিনের ১৭টি ব্রাঞ্চে মাসব্যাপী চলবে। অফারটিতে পাওয়া যাচ্ছে- ত্বক ও চুলের যেকোনো সমস্যার সমাধানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০% ছাড়। এছাড়াও অথেনটিক ডার্মো কসমেটিকসে থাকছে ফ্ল্যাট ৩০% ছাড়। বায়ো হাইড্রা ফেসিয়াল ৯৯৯ টাকা। অবাঞ্ছিত লোম দূর করার পার্মানেন্ট সলিউশন বায়ো লেজার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে ৯৯৯ টাকায়। এবং ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং একদম ফ্রি।
কর্তৃপক্ষ জানিয়েছেন, পার্সোনালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্ট একজন ব্যবহারকারীর স্কিনের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও কার্যকরী ট্রিটমেন্ট দেয় বলে এটি ব্যবহারকারীর জন্য খুবই নিরাপদ। কয়েকজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলে জানা যায়, বায়োজিনে আছে বিশ্বস্ত ও কার্যকরী স্কিন কেয়ার প্রোডাক্টস। যার ফলে যে কেউ তাদের পণ্য নির্দ্বিধায় ব্যবহার করতে পারে। আধুনিক জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক স্কিনকেয়ার। এজন্য ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার না করলে স্কিনের অনেক ক্ষতি হতে পারে। একইসাথে শিশুর ত্বকের যত্নে আরও বেশি মনোযোগী হওয়া উচিত।
কর্তৃপক্ষ আরও জানায়, তাদের কাছে রয়েছে বিশ্বখ্যাত ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেলের বেবি কেয়ার প্রোডাক্টস। এছাড়াও ত্বক ও চুলের যত্নে বিউটি সাপ্লিমেন্টসের পাশাপাশি আধুনিক জীবনযাপনের জন্য রয়েছে স্মার্ট লাইফ স্টাইল প্রোডাক্টস। তারা আরও জানান, বসন্ত বিলাস অফারটি বায়োজিনের ১৭ টি ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে। এছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করা যাবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর