
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা।
মিছিলে তারা হামলার প্রতিবাদে "জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো", "অবিলম্বে সন্ত্রাসীদের বিচার করো, করতে হবে", "আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই", "আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না", "অবিলম্বে হামলাকারীদের বিচার করো, করতে হবে"—এমন নানা স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থী ফোরামের সদস্যরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি। কিন্তু কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা ছাত্রলীগের মতোই আচরণ। শিক্ষার্থীদের বি-রাজনীতিকরণের পাঁয়তারা করা হচ্ছে। জুলাই-আগস্টের পর ছাত্ররাজনীতির নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।
শিক্ষার্থী ফোরামের সদস্য ইভান তাহসীভ বলেন, "কুয়েটে শিক্ষার্থীরা একটি দাবি নিয়ে আন্দোলন করছিল। তাদের দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে যে বর্বর হামলা চালানো হয়েছে, তা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থানে যে সংগঠন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং বিচারের দাবি করছি।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের কথা বলার জন্য ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন। কিন্তু কুয়েটের ঘটনায় বি-রাজনীতিকরণের পাঁয়তারা করা হচ্ছে। ৫ আগস্টের পর ক্যাম্পাসে এরকম পরিস্থিতি তৈরি হতে দেওয়া যায় না। আমরা আর একটা ছাত্রলীগ তৈরি হতে দিতে পারি না। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিবাদের সঙ্গে আমরা সংহতি জানাই। ছাত্রদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
এসময় সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর