
ভেবেছিলেন প্রাবস জীবনে গিয়ে ধরবেন সংসারে হাল ফিরবে সুদিন দেখেছিলেন নানান স্বপ্ন। তাইতো জীবিকার তাগিদে পাড়ি জমিয়ে ছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। কিন্তু চার মাস হতে না হতেই হলেন নিহত। সৌদি আরবের জেদ্দায় কাজের সময় নিহত হন প্রবাসী সাগর মাতুব্বরের (২৫) নামের এক যুবক। তার গ্রামের বাড়িতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে চলছে শোকের মাতম। নিহত ঐ প্রবাসী জান্দি গ্রামের লুৎফর মাতুব্বরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাগর মাতুব্বর (২৫) গত বছর নম্বরের ৭ তারিখ জীবিকার তাগিদে সৌদি আরবের দাম্মামে পাড়ি জমান। সেখানে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় গতকাল কাজের সময় কনভার্ট ভ্যান থেকে মাল নামানোর সময় গাড়ি থেকে স্টিলের বক্সের নিচে চাপা পরে নিহত হন। নিহতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেখে কান্নায় ভেঙে পরে পরিবার। এখন পরিবার ও স্বজনদের দাবি অতি দ্রুত যেন লাশ দেশে আনা হয়।
এই বিষয়ে নিহতের চাচাতো ভাই শাহজান মাতুব্বর জানান, আমার চাচাতো ভাই গতবছর পরিবারের হাল ধরতে সৌদি আরব যান। আমার চাচা ঋণ করে প্রায় ৬ লক্ষাধিক টাকা ব্যয় করে বিদেশী পাঠান। কাজের সময় স্টিলের সিট বোঝায় বক্স পরে নিহত হন। চার বোন দুই ভাইয়ের সংসারে সাগর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন পরিবারটার যে কি হবে।
এই বিষয়ে নিহত সাগরেল বাবা লুৎফর মাতুব্বর জানান, আমি ঋণ করে পোলাডারে বিদেশে পাঠালাম। ভালা টাহা বেতন ও পাচ্ছিলো কিন্তু চার মাস হলো না আর আগেই ট্রাক থেকে লোহার বক্স পরে মারা গেলো।
শাকিল/সাএ
সর্বশেষ খবর