
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা রফিকুল ইসলাম বাবু (২১) নামে এক যুবককে ১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে র্যাব ১৪, সিপিসি-১ জামালপুরের সদস্যরা।
গ্রেপ্তার হওয়া বাবু উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের জাবেদ আলীর পুত্র। থানা পুলিশের কাছে হস্তান্তরের পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাবুকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের টেংরাখালী বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ১৪, সিপিসি-১ জামালপুরের একটি অভিযানিক দল।
র্যাব ১৪, সিপিসি-১ জামালপুরের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম-সেবা) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর