
সিরাজগঞ্জের সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে ট্রাক সহ চালক ও হেলপার কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আঁখি যমুনা হোটেলের সামনে থেকে ট্রাক জব্দ করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে (ট্রাক চালক) কামরুল হাসান মিন্টু (২৮), একই গ্রামের মান্নান এর ছেলে (হেলপার) আবদুল্লাহ আল মাহিদ (১৭)।
হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলিথিনবাহী একটি ট্রাক ঢাকা হতে রাজশাহীর দিকে যাচ্ছে। এ খবর পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার আঁখি যমুনা হোটেলের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।
এসময় তল্লাশির একপর্যায়ে ঢাকা হইতে রাজশাহীগামী একটি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৭৬৭৪ কে সিগন্যাল দিয়ে আটক করা হয়। গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ কালে চালক জানান তার গাড়িতে আনুমানিক ৫ পাঁচ টন নিষিদ্ধ পলিথিন আছে।
তাদের দেয়া তথ্য মতে গাড়ি থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করে ট্রাকসহ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর