
যোগাযোগ বৃদ্ধি, অপপ্রচার রোধসহ নানা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম-আইএফইএস’ থেকে দু’দিনের প্রশিক্ষণ নেবে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের বুধবার (১৯ ফেব্রুয়ারি) সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানাগেছে।
এতে বলা হয়েছে, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি আইএফইএস আয়োজিত দু’দিন ব্যাপী “স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং” নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথা সময়ে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। কর্মসূচি উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ।
দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির প্রতি আস্থাহীনতা, নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার, ভোটার নিবন্ধন যোগাযোগ ঘাটতি, দক্ষতা বৃদ্ধি ও ঘাটতি পূরণে বৈশ্বিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) গ্রহণযোগ্য উপস্থিতি, অনলাইনে ভুল তথ্য চিহ্নিতকরণ ও ভোটারদের জন্য উৎসাহমূলক কনটেন্ট প্রচার, যোগাযোগের স্বচ্ছতা আনা প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
জানা যায়, এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ,জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর