
হিজরি বর্ষপঞ্জীর নবম মাস রমজান। এই মাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ওপর কোরআন নাজিল হয়েছিল। রমজান মাসে প্রথমে পৃথিবীর আসমানে পুরো কোরআন নাজিল করা হয়। এরপর তা সময়ে সময়ে প্রয়োজন অনুপাতে রাসূল (সা.) এর কাছে নিয়ে আসেন জিবরাঈল (আ.)।
রমজান মাসে মুসলমানেরা রোজা রাখেন। রোজা ইসলামের পঞ্চস্তম্ভের একটি। রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানেরা সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। ৩০ দিন রমজান শেষে ঈদুল ফিতরে আনন্দ-উৎসব করেন মুসলমানেরা।
মহানবী (সা.) বলেছেন, রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়।
রমজান মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক দিবস রয়েছে। এখানে তা তুলে ধরা হলো—
দ্বিতীয় রমজান : হজরত মুসা (আ.) এর ওপর তাওরাত কিতাব নাজিল হয়।
১০ম রমজান : মহানবী হজরত মুহাম্মাদ (সা.) এর প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা (রা.) এর ইন্তেকাল।
১২ রমজান : হজরত ঈসা আ.-এর ওপর ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল।
১৫ রমজান : মহানবী (সা.) এর নাতি হাসান ইবনে আলী (রা.) এর জন্ম।
১৭ রমজান : রাসূল (সা.) এর স্ত্রী ও ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এর মেয়ে আয়েশা (রা.) এর ইন্তেকাল।
১৭ রমজান : বদর যুদ্ধে মুসলমানদের বিজয়।
১৮ রমজান : দাউদ (আ.) এর ওপর যাবুর কিতাব নাজিল হয়।
১৯ রমজান : হজরত আলী ইবনে আবি তালিব (রা.) তরবারির আঘাতে আক্রান্ত হন।
২০ রমজান : হজরত মুহাম্মদ (সা.) মক্কা বিজয় করেন।
২১ রমজান : তরবারির আঘাতে আক্রান্ত হওয়ার পর আলি ইবনে আবি তালিব (রা.) এর ইন্তেকাল।
২৭ রমজান : লাইলাতুল কদর। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ২৭ রমজানকে লাইলাতুল কদর হিসেবে বিবেচনা করা হয়। তবে রাতটি ২৭ রমজানেই নিশ্চিত প্রমাণিত নয়। হাদিসে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর অনুসন্ধান করতে বলা হয়েছে। এই রাতটি হাজার রাতের ইবাদতের থেকেও উত্তম।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর