• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
  • শেষ আপডেট ৫৫ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৬ দুপুর
bd24live style=

কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ইটভাটা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের রামুসহ বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে ইটভাটা আর ইটভাটা। এসব ইটভাটার অধিকাংশই অবৈধ। অধিকাংশের নেই লাইসেন্স। নেই পরিবেশ ছাড়পত্র। পরিবেশ অধিদপ্তরসহ প্রশাসনকে ম্যানেজ করে ফসলের মাঠ উজাড় কিংবা লোকালয় ঘেঁষে যত্রতত্র গড়ে উঠেছে এসব ইটভাটা। পাহাড়ের মাটি কিংবা উর্বর জমির টপ সয়েল কেটে অবাধে এসব ভাটায় পোড়ানো হচ্ছে ইট। প্রশাসন ও পরিবেশ দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে বছরের পর বছর চলছে এসব অবৈধ ইটভাটা। আবার যেগুলোর পরিবেশ ছাড়পত্র রয়েছে, সেগুলোয় মানা হয় না কোনো পরিবেশ আইন ও নির্দেশনা। রামুতে পরিবেশদূষণে এসব ইটভাটার ভূমিকাই বড়।

জেলা প্রশাসন, বন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার টেকনাফ, রামু, চকরিয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় ইটভাটা রয়েছে ১০৮টি। এর মধ্যে ৩৩টি ইটভাটা নির্মিত হয়েছে সংরক্ষিত বনাঞ্চলের ৩ কিলোমিটারের মধ্যে। অপর ৫৪টি ইটভাটা বিভিন্ন গ্রামে তৈরি হলেও এসবের বিপরীতেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স নেই।

অভিযোগ আছে, অবৈধ এসব ইটভাটা বছরের পর বছর চলছে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে। জেলায় সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা রয়েছে রামু উপজেলায়। এসব ইটভাটার প্রায় সবই বিস্তীর্ণ ফসলের মাঠ ও লোকালয়ে।

রামু উপজেলার ফঁতেখারখুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামের সীমানাপ্রাচীর লাগোয়া কয়েকটি ইটভাটা তৈরি করা হয়েছে। যারমধ্যে ‘হাম ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। 

লম্বরীপাড়া গ্রামের কৃষক রমজান, নুরুল ইসলাম, কবিরসহ একাধিক ব্যক্তি জানান, ওই ইটভাটাটি চালু হওয়ার পর কোন ফসলেই ভালো ফলন হচ্ছে না। রমজান তার টমেটো ক্ষেত দেখিয়ে বলেন, ‘একবার টমেটো না তুলতেই গাছগুলো মরে যাওয়ার মতো হয়েছে। আগে এখানে কয়েক মাস ধরে টমেটো ফলন পাওয়া যেত।’

তাদের দাবি, ক্ষেতের পাশে ইট ভাটা গড়ে ওঠায় ধুলোবালিতে ফসলি জমির ক্ষতি হচ্ছে। ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এ ছাড়াও ইটভাটার নিজস্ব মাটিভর্তি ডাম্পার চলাচলের কারণে রাস্তাগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

লোকালয়ে স্থাপন করা ইটভাটা পরিবেশের বারোটা বাজাচ্ছে বলে দাবি করে এক স্কুল শিক্ষক বলেন, ‘লম্বরীপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ‘হাম ব্রিকস’ নামের ভাটা স্থাপন হয়েছে। এলাকাবাসী অভিযোগ দিলেও বন্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘ওই ভাটার মালিক হোসেন খুব বেপরোয়া। কেউ প্রতিবাদ করলে হুংকার দিয়ে বলেন, ডিসিসহ পরিবেশ অধিদপ্তরকে টাকা দিয়ে ভাটা করতেছি, কিছু বলার থাকলে তাদের গিয়ে বলুন। এই ইটভাটা বন্ধের জন্য নানা মহলের পক্ষ থেকেও জেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরকে বলা হলেও তারা আন্তরিক বলে মনে হচ্ছে না।’ ওই ভাটাটির পরিবেশের ছাড়পত্রসহ বৈধ কোনো কাগজ নেই বলেও দাবি করেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে সেখানে গিয়ে দেখা গেছে, পাহাড় কাটার মাটি ও ফসলি জমির টপ সয়েল দিয়ে ইট তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, চার-পাঁচ বছর ধরে ভাটায় অবৈধভাবে ইট তৈরি করা হলেও উচ্ছেদ হচ্ছে না।

ওই ইটভাটা মালিক মোহাম্মদ হোসেন দাম্ভিকতার সাথে বলেন, ‘আমার ভাটার কাগজপত্র আপনাদের দেখাতে হবে কেন? হেড়াম থাকলে প্রশাসনকে গিয়ে বলুন।’

আইন অনুযায়ী, কৃষিজমিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সম্পূর্ণ নিষিদ্ধ। আইনে বলা আছে, আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে, বনাঞ্চলের দুই কিলোমিটার এবং ইউনিয়ন বা গ্রামীণ সড়কের অন্তত আধা কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। আইন অমান্য করলে অনধিক দুই বছরের কারাদণ্ড, অন্যূন ২০ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু আইন অমান্য করেই সারা জেলার মতো রামুতে খেয়ালখুশিমতো চলছে ইটভাটা বাণিজ্য। এ কারণে বেশির ভাগের কোনো ধরনের দণ্ডের মুখোমুখি হতে হয় না। আবার কেউ যদি দণ্ডিত হন, পরে কৌশলে আবারও নতুন করে একই স্থানে গড়ে তোলেন ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা জেলা প্রশাসকদের অনুমোদন ছাড়াই সারা রামুতে সবচেয়ে বেশি গড়ে উঠেছে প্রায় অবৈধ ইটভাটা। 

ইটভাটার পাশের ঘরবাড়িতে বসবাসকারীদের অভিযোগ, বছরের পর বছর এসব অবৈধ ইটভাটা পরিচালিত হলেও বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, উলটো প্রশাসনকে ঘুষ দিয়েই ইটভাটার মালিকরা এসব ভাটা পরিচালনা করছেন।

তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব অবৈধ ইটভাটা বন্ধের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে জানা গেছে। যদিওবা কক্সবাজার জেলায় বন্ধ থাকা কয়েকটি ইটভাটায় লোক দেখানো অভিযান হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আইনের তোয়াক্কা না করে কিভাবে এত দিন এসব ইটভাটা গড়ে তোলার পর পরিচালিত হচ্ছিল সে প্রশ্ন সবার। বিষয়টি নিয়ে অন্তত ১০ জন ইটভাটা মালিকের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। প্রত্যেকে নিজের নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানান, প্রশাসনকে ম্যানেজ করেই এসব ইটভাটা পরিচালনা করা হচ্ছে। প্রতি বছর শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরকে ৩/৪ লাখ টাকা দিতে হয় বলে দাবি করেছে একাধিক ভাটা মালিক।

তাদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করতে বছরে তাদের প্রত্যেককে ৪ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষের পেছনে খরচ করতে হয়। যার ইটভাটা যত বড় তার ঘুষের অঙ্কও তত বড়। এর বাইরে উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে স্পন্সর করতে হয়। এসব অনুষ্ঠানের আগে অবৈধ ইটভাটা মালিকদের কাছে টাকা চাওয়া হয়।

তারা আরো জানান, মাঝে মাঝে অভিযান পরিচালিত হলেও আগে থেকে তাদের জানিয়ে দেওয়া হয়। মূলত উপজেলা ও জেলা অফিসে একটি সিন্ডিকেট আছে। তাদের মাধ্যমেই বিষয়টি ম্যানেজ করা হয়। কখনো উপজেলা অফিসের কর্মকর্তাদের আত্মীয়-স্বজনকে কম দামে ইট দেওয়া হয়, আবার কখনো বিনা মূল্যে। প্রতিটি জেলায় ইটভাটা মালিকদের সমিতি আছে। এসব সমিতির মাধ্যমে প্রশাসনকে ম্যানেজ করা হয়।

নাম না প্রকাশের শর্তে রামু লম্বরীপাড়ার একজন ভাটামালিক বলেন, ‘কয়েকদিন আগেও তিন লাখ টাকা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে দিতে হয়েছে। রামুতে ইটভাটা চালাতে অনেক খরচ গুণতে হয়। বছর বছর লাইসেন্স নবায়নের জন্য জেলা প্রশাসনের ফান্ডে দিতে হয় মোটা অঙ্কের টাকা। পরিবেশ ছাড়পত্র যাদের আছে, তাদেরকে বছর বছর পরিবেশের ছাড়পত্র নবায়নে টাকা দিতে হয়। আবার যাদের পরিবেশ ছাড়পত্র নেই, তাদের আরও বেশি টাকা দিয়েই ম্যানেজ করতে স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই-এর কর্মকর্তাদের। বিভিন্ন স্থানে ইট পরিবহণে পথে পথে চাঁদা দিতে হয়।’

রামুর কয়েকটি এলাকার একাধিক ইটভাটা ঘুরে দেখা যায়, ইট তৈরির জন্য অধিকাংশ কৃষি জমি কিংবা বিভিন্ন পাহাড়ের উঁচুনীচু টিলা কেটে লাল মাটি দিয়ে ইট তৈরি করে পোড়ানো হচ্ছে। ভাটায় মাটি আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে শত শত ডাম্পার। এসব ডাম্পার থেকে মাটি ঝরে পড়ে সড়কের এখন একাকার অবস্থা। নির্মাণের দুই বছরের মাথায় ব্যস্ত লম্বরী পাড়ার গ্রামীণ সড়কটির বিভিন্ন স্থান ভেঙে গেছে। এতে যান চলাচলে বেড়েছে ঝুঁকি। অন্যদিকে মাটি ও ইটবাহী ডাম্পারের ধাক্কায় ঘটা দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের গাছাড়া ভাবের কারণে বারবার উপেক্ষিত থাকছে উচ্চ আদালতের নির্দেশনাও। নির্দেশনার পর কেবল কয়েকদিন লোক দেখানো অভিযান চালিয়েই দায়িত্ব শেষ করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মূলত পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা কর্মচারীদের  মাসিক মাসোহারা দিয়ে এসব অবৈধ ইটভাটা ব্যবসা চলমান রয়েছে, অন্যদিকে নিজেদের বড় অপরাধ লুকাতেই নিষ্ক্রিয় থাকা আর মাসোয়ারার হিসাব না মিললে চলে অভিযান।’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন ‘এক শ্রেণির দুষ্টচক্র ইচ্ছেমতো কৃষি জমির টপসয়েল নিয়ে  অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে। যার ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। অথচ দুষ্কৃতকারীরা ইচ্ছেমতো অনিয়ম করলেও অপরাধ দমনে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা দেখা যাচ্ছে না।’

এক মৌজায় ৩৬ ইটভাটা: 

কক্সবাজার শহর থেকে ৭২ কিলোমিটার দূরে চকরিয়ার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের ফাইতং মৌজার সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে দেখা গেছে, কাঠ পুড়িয়ে ভাটাগুলোতে ইট তৈরি করা হচ্ছে। চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন থেকে পূর্ব দিকে গেছে পিচঢালা ফাইতং সড়ক। এ সড়কে ঢুকতেই নজরে পড়ে সবুজ গাছপালা ধুলায় ধূসর। ছয় কিলোমিটার পথে চোখে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। দুই বর্গকিলোমিটার আয়তনের ফাইতং বনাঞ্চলের ভেতরে তৈরি হয়েছে ১০টির বেশি ইটভাটা। দূরের বনাঞ্চলে দেখা গেছে আরও ১০-১২টি ভাটা। সব কটির চিমনি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট।

ফাইতং-গজালিয়া সড়কের পাশে এফএসি নামের একটি ইটভাটা। প্রায় ১০ একরের মতো পাহাড় কেটে এই ভাটায় বসানো হয়েছে চিমনি। পাশেই খননযন্ত্র (এক্সকেভেটর) দিয়ে কাটা হচ্ছে সুউচ্চ পাহাড়। পাহাড় কাটা মাটি ভিজিয়ে কাঁচা ইট বানাতে ব্যস্ত ২৫-৩০ শ্রমিক, চিমনির আশপাশে কাঠের স্তূপ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, সংরক্ষিত বন থেকে কেটে এসব কাঠ ইটভাটায় পোড়ানো হচ্ছে। ভাটার মালিক চকরিয়ার লক্ষ্যারচরের ফরিদুল আলম। সংরক্ষিত বনে ইটভাটা তৈরি প্রসঙ্গে তিনি বলেন, ইটভাটার বিপরীতে লাইসেন্সের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু পরিবেশ ছাড়পত্র না থাকায় লাইসেন্স পাওয়া যাচ্ছে না।

এবিষয়ে জানতে বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ে গিয়ে দায়িত্বে থাকা উপ-পরিচালক জমির উদ্দিনকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে দাবি করে কথা বলতে রাজি হননি। এরপর সন্ধ্যায় একাধিকবার যোগাযোগ করলেও তিনি আর ফোন ধরেননি।

কক্সবাজারের জেলা মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, ‘ইতোমধ্যেই আমরা অনেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। বাকিগুলোতে অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com