
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুর চালা গ্রামে এক যুবক স্ত্রীর বিকৃত যৌনাচারে অতিষ্ঠ হয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেছে বলে জানা গেছে।
ঘাতক স্বামী উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুর চালা গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগ (২৫) পুলিশের হাতে আটক হওয়ার আগে জানিয়েছেন তার স্ত্রী রুমা বিয়ের পর থেকেই স্বাভাবিক যৌনাচারে তৃপ্ত না হয়ে ভিন্ন পথে বিকৃত যৌনাচার করতে বলায় তিনি অতিষ্ঠ হয়ে ওঠেন। দিনের পর দিন এরকম অরুচিকর যৌনাচার সহ্য করতে না পেরে কলহের একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করায় তার স্ত্রী মারা যায়।
অপরদিকে নিহত রুমার দুলাভাই বায়েজিদ হোসেন জানিয়েছেন রুমার সাথে বিয়ের আগে সোহাগের অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। পরিবারের চাপে রুমাকে বিয়ে করলেও প্রেমিকাকে না পাওয়ায় সোহাগ খুন করেছেন।
চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ আটক করেছে ঘাতক স্বামীকে এবং নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও নিহত রুমার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুর চালা গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগ(২৫) এর সাথে প্রায় দেড় আগে বিয়ে হয় উল্লাপাড়ার সোনতলা গ্রামের মোতাহার প্রামাণিকের মেয়ে নিহত রুমা খাতুন (২৩) সাথে।
এদিকে সোহাগের সাথে বিয়ের আগে থেকেই একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার জন্য বারবার বলেও কাজ হয়নি।
এরপর বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভিতরে রুমার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মেরে ফেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ও ঘাতক স্বামীকে আটক করে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর