
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষ খালি কমিউনিটি ক্লিনিকে হামলা ও ভাংচুরের পর তালা লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিষখালি গ্রামের দীপা বালা দাস ও তার স্বামী বাদল দাস এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান।
একের পর এক সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা, জমি দখল, ৯০ বছরের বিদ্যা শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে দীপা ও তার স্বামীর বিরুদ্ধে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে ইতিমধ্যে এলাকা ছাড়া হয়েছেন।
এদিকে দিনের পর দিন এসব অপকর্ম করেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়া হতাশ হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে দিপা বালা দাস ও তার স্বামী বাদল দাস কমিউনিটি ক্লিনিকে বাইরে থেকে ভিতরের তালাটা লাগিয়ে দেয়। তারা দীর্ঘক্ষণ কমিউনিটি ক্লিনিকের সামনে অবস্থান করে। কমিউনিটি ক্লিনিক এর সামনে প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা, কর্মচারী ও রোগীরা সেবা নিতে আসলে তাদেরকে ফিরিয়ে দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা সোমারানি দাস আসলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে সোমা রানী দাসকে হুমকি দিয়ে বলে কমিউনিটি কি ক্লিনিক এর ভিতরে প্রবেশ করলে তোর পায়ের রগ কেটে দেবো। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে মধ্যে রয়েছে সোমা রানী দাস।
ইতিপূর্বে দীপা বালা দাস কমিউনিটি ক্লিনিক ভাঙচুর করে ও সোমারানী দাসকে ক্লিনিকের ভিতরে অবরুদ্ধ করে রাখে। সংবাদ শুনে সাংবাদিক উপস্থিত হলে দিপা বালা দাস সাংবাদিকের সাথে অসদাচরণ করে ও প্রাণ নাশের হুমকি দেয়।
একাধিক সংবাদ কর্মী জানান, সাংবাদিককে হুমকি ও গালিগালাজ নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু প্রশাসন এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। দীপা বালা দাস একজন মামলাবাজ সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। প্রশাসন যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে, সে অসংখ্য সাধারণ মানুষকে হয়রানি করবে। সরকারি প্রতিষ্ঠানে যে হামলা করেছে ও সাধারণ মানুষকে সেবা থেকে বঞ্চিত করেছে দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাগেরহাট সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, বিষখালি কমিউনিটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহারের সব তথ্য আমরা নিয়েছি। সঠিক তদন্ত করে ঘটনা সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর