
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া চাপুরিয়া এলাকায় চাচি-ভাতিজার অনৈতিক সম্পর্কের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। যদিও বিষয়টি নিয়ে আগে প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস করেনি, তবে গতকাল (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে এলাকাবাসী তাদের একসঙ্গে দেখতে পান। এতে ক্ষুব্ধ জনতা তাদের আটক করে এবং গণ্যমান্য ব্যক্তিদের খবর দেন।
পরে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সামাজিকভাবে বিষয়টির সমাধানের উদ্যোগ নেন।
এলাকাবাসীরা জানান, এ ধরনের অনৈতিক সম্পর্ক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তারা।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর