
রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টায় কুষ্টিয়া শহরের এন এস রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম ইশরাত জাহান লাবনী (৪০)। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার। ওই কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে ইশরাত জাহান লাবনী কুষ্টিয়া এন এস রোড এলাকায় রাত ৯ টার দিকে রাস্তা পার হওয়ার সময় মজমপুর থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ওই কর্মকর্তার মৃত্যুতে পৃথক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতি শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়ালিদ হাসান মুকুট বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার মোছা. ইশরাত জাহান (লাবনী) কুষ্টিয়া এন এস রোডে দুর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তার মৃত্যুতে শোকাহত। আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর