
ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রক্তস্নাত ভাষা আন্দোলনের অম্লান স্মৃতি বিজড়িত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর।
৭৩ বছর আগে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা, বাংলা বর্ণমালা।
রাত ১২টা ১ মিনিট থেকেই অর্থাৎ ২১ ফেব্রুরির প্রথম প্রহরে কিশোরগঞ্জের শহরের পশ্চিমপ্রান্তে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামবে, শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের। প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ইতোমধ্যেই কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের জনগণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষদের জন্য শ্রদ্ধা নিবেদন ও শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার জন্য আলাদা রোডম্যাপ তৈরি করা হয়েছে।
২১ ফেব্রুয়ারির দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান/ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে।
সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা শিশু একাডেমি চত্বরে রচনা, আবৃত্তি, সুন্দর হাতের লেখা (বাংলা) ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। এদিন জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সংহতি রেখে জেলা/উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করবে।
বাদ জোহর ও সুবিধাজনক সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত/আত্মার শান্তি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। অন্যদিকে ২১ ফেব্রুয়ারী হতে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে।
উক্ত মেলায় প্রতিদিন আলোচনাসভা, কবিতা ও ছড়া পাঠের আসর, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, জারীগান, গ্রামীণ খেলাধুলা, পুঁথিপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৫ উপলক্ষ্যে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে অর্পণের জন্য কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতার প্রস্তুতি। তাই শেষ মুহূর্তে শহীদ মিনারে পাদদেশসহ পায়ে চলার রাস্তাও রং-তুলির আঁচরে সাজানো হয়েছে। আজ ২০শে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে অপেক্ষার প্রহর গুনছে কিশোরগঞ্জবাসী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৫ উপলক্ষ্যে বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. এস. হোসেন আকাশের পক্ষ থেকে ভাষা সৈনিকসহ প্রান উৎসর্গকারী সকল শহীদদের প্রতি জানান গভীর শ্রদ্ধা ও সালাম।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর