
বগুড়ার শেরপুরে স্ত্রীর শাড়ী গলায় পেঁচিয়ে শুভ পাল (২৮) নামের এক যুবক বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। সে পৌর শহরের দক্ষিণ শাহ পাড়া এলাকার অমিত পালের ছেলে।
নিহতের মা লেটা পাল জানান, আমরা প্রতিবেশীর বিয়ে বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির ২য় তলায় নিজ ঘরে স্ত্রীর শাড়ি দিয়ে সেলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। দুপুর ২টার দিকে বাড়িতে এসে শুভ কে ডাকা ডাকি করি।
কিন্তু তার কোন সাড়া না পেয়ে বারান্দার জানালা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর