
কা লের কণ্ঠের চৌগাছা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলকে চোখ উপড়ে ফেলে হত্যার হুমকি দিয়েছে বহুল আলোচিত সাংবাদিক নামধারী আজিজুর রহমান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় চৌগাছা বাজারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সামনেই এই হুমকি দেন। বিষয়টি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জানানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন ব্যক্তিরা নিন্দার ঝড় উঠেছে।
সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল জানান, তিনি বৃহস্পতিবার সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে প্রয়োজনীয় কাজ করে উপজেলা পরিষদের দিকে পায়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মেহেদীর বেকারির সামনে শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে তার দেখা হয়। তারা দু'জন বেকারির পাশে বসে কফি পান করছিলেন।
এসময় আকস্মিক সাংবাদিক নামধারী আজিজুর রহমান ঘটনাস্থলে এসে শিক্ষা কর্মকর্তাকে উজ্জ্বলের সাথে কেন বলে ধমক দেন। তখন উজ্জ্বল ওই ধরনের ব্যবহার করার কারণ জানতে চাইলে আজিজ ক্ষিপ্ত হয়ে চিৎকার দিয়ে বলে,‘ তোর ভাই মার্ডার হয়েছে। তোর পরিবার মামলা করল কেনো? তোর কারণেই মামলা হয়েছে।’
হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হবে, তদন্ত হবে, আসামিদের মধ্যে নির্দোষ থাকলে চার্জশিট থেকে বাদও যাবে। তাতে তোমার সমস্যা কী। উজ্জ্বল এসব কথা বলতেই অকথ্য ভাষায় গালিগালাজ করে আজিজ।
তখন চোখ উপড়ে ফেলে হত্যা করবে বলে হুমকি দেয় আজিজ। উত্তেজিত আজিজকে শিক্ষা কর্মকর্তা বারবার নিবৃত্ত করার চেষ্টা করলেও সে সাংবাদিক উজ্জ্বলকে মারার জন্য তেড়ে আসে সে। এক পর্যায়ে শিক্ষা কর্মকর্তা তাকে সরিয়ে দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জরুরি একটি কাজের জন্য বাজারে এসেছিলাম। হঠাৎ সাংবাদিক উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হলে আমি কফি পানের অনুরোধ করি। আমার অনুরোধ এড়াতে না পেরে তিনি কফি খান।
এ সময় আজিজুর রহমান হঠাৎ এসে বাজে ব্যবহার করে। যা খুবই দুঃখজনক। এ ধরনের ব্যবহার আমি আশা করিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর