
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আল্লাহ একমাত্র অহংকারকারী। কিন্তু হাসিনা আল্লাহর চেয়েও বড় অহংকারী হয়েছিল।
আল্লাহ হাসিনাকে ক্ষমতা দিয়েছিল, কিন্তু হাসিনা অহংকার করেছিল। সে কারণেই আল্লাহ তায়ালা হাসিনার পতন ঘটিয়েছে। হাসিনা অহংকার করে বলেছিল হাসিনা পালায় না, কিন্তু হাসিনাকে পালাতে বাধ্য হয়েছে।
তাই নেতাকর্মীদের বুঝতে হবে কখনো অহংকার করা যাবে না। বিজয় হয়েছে বলে অহংকার করে জনগণ কষ্ট পায় এমন কাজ করা যাবে না।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামে ইকবাল হাসান টুকু তার জন্মস্থান নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, ১৬বছর যাবত আমরা বিএনপি নেতাকর্মীরা মজলুম ছিলাম। আমাদেরকে আওয়ামী লীগ চরমভাবে নির্যাতন করেছে। বারবার নেতাকর্মীরা জেলে গেছে। আমাকেও জেল দেয়া হয়েছিল। কিন্তু হাসিনার জেলে আমাকে স্থান দিতে পারে নাই।
তিনি বলেন, মাত্র ৫-৭ দিনের মধ্যে প্রায় ১৫শ আল্লাহর মাখলুকাত মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল হাসিনার হাত। তাই ৫ আগস্ট আল্লাহর রহমতে বিজয় হয়েছে। কিন্তু বিজয় নিয়ে যদি অত্যধিক আনন্দিত ও অহংকারী হও তবে আল্লাহ সে বিজয় বেশি দিন রাখবেন না।
তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, একটি দল ইতোমধ্যে বলছে, আওয়ামীলীগ-বিএনপি শিষ, সাপের বিষ অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার মানুষের চোখে যেন না পড়ে সেই কাজ প্রত্যেক নেতাকর্মীদের করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে যেতে হবে, তাদের সুখদু:খে পাশে থেকে ভোট নিতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ। মতবিনিময় সভায় শিয়ালকোল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর