
শেরপুরে ঝিনাইগাতীতে গরুচুরি করতে গিয়ে গণধোলাইয়ের পর এক বিএনপি নেতাসহ ৩ জনকে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ তাদেরকে শেরপুর আদালতে সোপর্দ করেছে। এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- উপজেলার গৌরিপুর ইউনিয়নের দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে খোরশেদ আলম (৪০), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি (২০) ও সাইদুল ইসলামের ছেলে শামীম মিয়া (২৫)।
জানা গেছে, খোরশেদ আলম দীর্ঘদিন ধরে বিএনপি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। সে গত মাসে ভারতীয় মদসহ গ্রেপ্তার হয়েছিল। হাজত থেকে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পরে।
স্থানীয় বাসিন্দারা আরো জানান, বুধবার রাত ৩টার দিকে নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ গ্রামের কৃষক আলী হোসেনের গোয়াল ঘরে প্রবেশ করে তারা। এ সময় বাড়ির লোকজনের দৃষ্টিগোচর হলে প্রথমে চোরদল থানা পুলিশের পরিচয় দেন। একপর্যায়ে আশপাশের লোকজন এসে থানা পুলিশের পরিচয় জানতে চাইলে পরিচয় দিতে তারা ব্যর্থ হয়।
পরে উত্তেজিত গ্রামবাসী তাদেরকে ঘেড়াও করে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একইসাথে ওই তিন জনকে আটক করে থানা পুলিশ। পরে ঘটনাস্থলের কাছে লিটনের বাড়ির পাশে লাকড়ি দিয়ে ডেকে রাখা অবস্থায় দুই বস্তাভর্তি ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল আজম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর