
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,আমরা ১৬বছর যুদ্ধ করেছি, দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য।
যখনই মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে,তখন দেখছি কিছু-কিছু শক্তি বাংলাদেশের মালিকানা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা।
ক্ষমতায় থাকা এবং ক্ষমতার অপব্যবহার করা। তারা চাচ্ছে আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। আনুপাতিক হারের যদি নির্বাচন হতে হয়। সেই সিদ্ধান্ত দেশের জনগন মেনে নিবে না।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা বিএনপির সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আমির খসরু চৌধুরী বলেন, দেশের যতো সংস্কার তা সংসদে হতে হবে। জনগণের মেন্ডেট নিয়ে আগামী নির্বাচনে সংসদে আমাদের ৩১দফা পাশ করার চেষ্টা করবো। আর অন্যান্য দলের যদি মেন্ডেট থাকে তারাও তা সংসদে পেশ করবে। তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করবেন না।
বিএনপির শীর্ষ এ নেতা সমাবেশ স্থালে নেতাকর্মীদের উপস্থিত দেখে মুগ্ধ হয়ে বলেন, দেশব্যাপী ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের এ জোয়ার কেউ রুখতে পারবে না। তাই সকলকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করা সম্ভব।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমানের সঞ্চরনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন- ১২ দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শাহীন, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি-হারুন), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর