
একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় আছেন এদেশের মানুষ। বিগত সরকারের আমলে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। মানুষ আজ ঐক্যবদ্ধ।
তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার অপেক্ষায় আছেন। উপরোক্ত মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আয়োজিত শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান করেন তিনি।
তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে যত অপরাধ করেছেন তাতে তার কতবার ফাঁসি হওয়া উচিত ?
তিনি আরও বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা দুটি আসনের কথা উল্লেখ করে বলেন, চুয়াডাঙ্গা মাটি উর্বর মাটি। এখানে দুটি আসনেই বিএনপি জয়যুক্ত হবে। তারেক রহমান বলেছেন এই দেশ পুনঃ গঠন করতে হবে। আগামীতে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
যারা ১৬ বছর ধরে আন্দোলন করেছেন। সেইসব সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এসব কথা বলেছেন তারেক রহমান। আমাদের সামনে আজ কঠিন সময়। আপনাদের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন এবং দেশ গঠনের।
চার দফা দাবিতে কেন্দ্র ঘোষিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃক্সখলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা ও ফ্যাসিস্টদের চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, স্থানীয় বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর