
যথাযোগ্য মর্যাদায় জামালপুরের সরিষাবাড়ীতে একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রাতের মধ্য প্রহরে ১২.০১মিনিটে উপজেলা চত্বরে স্থাপিত শহীদ মিনারে স্থানীয় প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আনসার ভিডিপি, পিডিবি, পল্লিবিদ্যুৎ সমিতি, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব, সরিষাবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করে।
অপরদিকে, রাতের মধ্য প্রহরে শিমলা বাজার এলাকায় ঐতিহাসিক গণ ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র-ছাত্রীরা তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। সকাল ১১টায় উপজেলা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর